পটুয়াখালীতে কভিড-১৯ সংকটে অসহায় মানুষের পাশে জেলা পুলিশের মানবিক সাহায্য অব্যহত।

পটুয়াখালীতে কভিড-১৯ সংকটে অসহায় মানুষের পাশে জেলা পুলিশের মানবিক সাহায্য অব্যহত।
রিপন,পটুয়াখালী প্রতিনিধিঃকরোনা(কভিড-১৯) এ পটুয়াখালী সহ সারা দেশ ও সমগ্রবিশ্ব যখন অচলবস্থায় তখন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের দু'বেলা দু'মুঠো খাবারের জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন পটুয়াখালী জেলা পুলিশ। এরই ধারাবহিকতায় ২৫ এপ্রিল ১ লা রমজান শনিবার ১১.৩০ ঘটিকায় পুরাতন আদালত মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কাঠের দোকান, কাঠমিস্ত্রি ও সংশ্লিষ্ট শ্রমিকরা লকডাউনের ফলে বেকার হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে নিজেদের অর্থায়নে মানবিক সহায়তা সামগ্রী হিসেবে জন প্রতি চাল ১০ কেজি, আলু ০৫ কেজি, ডাল ০১ কেজি, পেঁয়াজ ০১ কেজি, লবণ ০১ কেজি, ভোজ্য তেল ০১ লিটার বিতরণ করেন।জানাযায় এসব লোকজন পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছিলেন। এসকল মানবিক সহায়তা সামগ্রী বিতরন কালে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান সমাজের সকল শ্রেণী ও পেশার অতি স্বচ্ছল ব্যক্তিবর্গকে এই দুর্যোগ মূহুর্তে এ ধরনের মানবিক কাজে বেশি বেশি এগিয়ে আসার আহ্বান জানান। পটুয়াখালী পুলিশ সুপার তথা জেলা পুলিশের এই সকল কর্মকাণ্ড পটুয়াখালীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে সাধারণ মানুষ মনে করেন।